কেমন আছো তুমি
আজ পরন্ত বিকালে বেশ মনে পড়ে
তোমার সাথে দেখা হতো চোখে চোখ
সেখানে মোবাইল নেই কি যেনো মায়ার টান।
চোখের ভাষায় সকল কথা হতো
ভুল হলে ক্ষমা চেয়ে নিতাম
তুমি হাসতে হাসতে ক্ষমা করে দিতে
কি আনন্দ ছিলো সেই দিনগুলো।
আজ মোবাইলে কথা
যদি থাকি শান্তিনগরে বলি শাহাবাগে
প্রিয়ার চোখে জল নেই সে আজ উড়ন্ত বলাকা
এখন আর চোখে চোখ রাখে না
হাজার যুবকের চোখে অবিরাম সুখ খোঁজে।