ছোট এ জীবন হাজার সিদ্ধান্ত নিতে হয
হঠাৎ পরিবর্তন করে দৃষ্টি অন্য দিকে
এ জীবন বন্দি রয় জানালার চার সিকে
তবু স্বপ্ন এ হৃদয়ে আজীবন বন্দি রয়।

পৃথিবী আকাশের আঁকড়ে ধরে জীবন
আঘাতে যদি হয় ক্ষতবিক্ষত তবু হোক
এ থাকে মাটি কামরিয়ে যেমন থাকে জোঁক
তবু বেঁচে থাকার কি সাধ ভরা থাকে মন।

যতই বেঁচে থাকার স্বপ্ন দেখ কোনো মনে
পুরা হবে না এ জীবন, হবে শুধু ক্ষয়
পৃথিবীকে আঁকড়ে ধরে, করতে চাই জয়
একদিন হারিয়ে যেতে হবে উপর বনে।

স্বপ্ন সাধ এ বাহুতে লুকিয়ে থাকে তোমার
পৃথিবীর নিয়ম আসা আর যাবার।