আর কতোটা পথ পাড়ি দিলে স্বাধীনতা পাবো
আর কতোটা পথ
আজ বাংলার আকাশে শকুনের আনাগোনা
আর কতোটা জীবন দিলে স্বাধীনতা আসবে
এই বাংলায়।

আমি তো স্বাধীনতা চাই, মুক্তি চাই, শান্তি চাই
দু’চোখ মেলতে চাই- দু’হাত মেলতে চাই
স্বাধীনতার দিকে।

রাজপথে লাশ দেখতে চাই না, রক্ত চাই না
দেখতে চাই সুন্দর বাংলাদেশ
সেখানে তুমি রবে, আমি রবো
বাঙালি বাঙালি।

ক্ষমতার পালা বদল হবে ভোটের মধ্যে দিয়ে
রাজনীতি হবে জনতার আদান প্রদান
ভালোবাসায় মাখামাখি
কিন্তু কী হচ্ছে এসব, এমন তো চাইনি
জনতার লাশ এখন রাজপথে পরে থাকে।

আজকে রাজনীতি আমাদের সু-পথ দেখাতে পারেনি
মানুষের মনে প্রতিহিংসা জ¦ালিয়ে দিয়েছে
বাঙালি হাজার ভাগে বিভক্ত
এমন রাজনীতি চাই না- রাজনীতি হোক মানুষের কল্যাণে।