উত্তাপ সূর্যকে উল্টে পাল্টে দেখেছি সে তো চিরকাল লাল
আসবে না কোনো দিন নতুন রুপে
আমার মত জন্মেছে কি ?
এক ফোঁটা জলের আদলে ভর করে
কিরণ মিমির সিক্ত উঠোনের কোনো জ্বলে
চলেনি কলম সস্পূর্ণ নতুন ভাবে।

কাঁপেনি মন কলম থামেনি
তাই অনন্তকাল বসে বসে অদৃশ্য খাই
আমি শুধু ওঠি রসের ধ্বনি।

নিভে গেছে প্রদ্বীপ সূর্য আলো খেয়ে
তাই শুধু মরণ বাকি।
আমার জীবন যাবে কি হেরে
দুঃখের পরাজয়ে।