আমি ফিরতে চাই কোনো এক শান্তির নীড়ে
যেখানে আলো বাতাস খেলা করে প্রতিদিন
ঠিক তেমন কোনো এক দ্বীপে।

আমি শান্তি খুঁজি
কোনো এক বুকে শান্তির প্রত্যাশায়
এলোমেলো চুলে আমাকে দেখুক
দিবানিশি প্রভাত ঘিরে আমার হয়ে
আমার নিয়ে ভাবতে থাকুক।

আমার চোখের স্বপ্নগুলো তারই চোখের পাতায়
দিন থেকে রাত
আমায় ধরে আঁকড়ে থাকুক
গান কবিতায় কাব্য ছড়ায়
আমার ছবি আঁকুক।

এই শহরের, শহর জুড়ে- ভালোবাসা বুক পকেটে
ইট পাথরের এই শহরে ইচ্ছাগুলো লুকিয়ে রেখে
আমার নিয়ে ভাবতে থাকুক
কষ্টগুলো মুছে ফেলে আমায় সে তো আগলে রাখুক।