অনেক দূরে হেঁটে এসছি আর পারছি না
এবার ফিরে যাওয়ার পালা
অনেক তো হলো
জীবনের হিসার নিকাশ নিয়ে ব্যস্ত এখন।
কি পেলাম কি নিলাম সাথে করে
সব কি শূন্য খাতা
তাহলে কি হবে জীবনের
হিসাব মিলাতে মিলাতে আমি এখন ক্লান্ত।
সেই নূর দেখা হবে কী- যে নূরের প্রত্যাশা
তুমি আমি আমরা সবাই ব্যাকুল থাকি
যার সৃষ্টিতে আলোকিত পৃথিবী
আলোকিত তুমি আমি এমন কি আমরা সবাই।
ফিরে যেতে চাই হাসি মুখে পৃথিবীর মায়া ছেড়ে
তার নূরে আলোকিত হবো এমনটা প্রত্যাশায়।