গাঙ চিল উড়েছে আকাশে দলে দলে শূন্যতায়
আমি অনেকবার আকাশে উড়তে চেয়েছি
দেখতে চেয়েছি ফেলে আসা দিনগুলো মধ্যরাতে
তোমার পানে এই হাত পেতে তোমায় কি পেরেছি ?

সাগরের নুনাজলে অনেকবার নেমেছি আমি
কুড়িয়েছি ঝিনুকের মালা পরিয়েছি এই গলায়
তোমাকে চেয়েছি জীবনের পথে সাগরে জ্যোৎ¯œা
আসো পথ ধরে হেঁটে হেঁটে চলি জীবন চলায়।

কত খুঁজি আমি পাইনি কোনো দিন কোনো কালে
কেনো এলে না চলে গেলে দূরে আমাকে ফেলে একা
পাবো কি আর খুঁজে খুঁজে হায় তোমাকে কোনো দিন
এই মন মরে-এই চোখ খুঁজে-হয় যদি কোনো দিন দেখা।

আলো খুঁজিতে আঁধার পেলাম-সুখ গেলো হারিয়ে
এলোমেলো হাওয়া দক্ষিণে গেলো ফিরে এলে না তুমি
একবার ভাবিলে না তুমি হবে আমার জীবন
তুমি এলে না চারিদিকে ফাঁকা সব কিছু মরুভূমি।

একবার আসো হেঁটে চলি তোমার সাথে আমি
একবার ভাবো তুমি ছাড়া আমি-তুমি ছিলে খুব দামি।