পৃথিবী কতোটা অদ্ভুত- বিচিত্রময়
আলো আঁধারের খেলা
চলে অবিরাম আপন গতিতে
আমি হই তার সহযাত্রী।

যার স্বপ্নে বাঁধি ঘর
আমি পৃথিবীর আলোময়ে
সেই কি হয় আমার বলে
সবি হয় মরিচিকা
হায় হায় আমি সেই পথে মরি
দিন থেকে অবিরাম।

ভুল পথে চলি অবিরাম আমি
যা দেখি আলোময়
সব যাবে মুছে যা দেখি চোখে
সেই পথে চলি আমি।