আমি আবার ফিরে যেতে চাই আমার জন্মভূমি
সেই কুড়ে ঘরে যেখানে আমার মা বাবা
পথ পানে চেয়ে থাকে।
এই দুবাই শহর আমার নয়- এখানে আসা আমার
জীবিকার প্রয়োজনে- তার বেশি নয়!
আলিশান বাড়ি-বিলাসিতার জীবন
নটোরাজ-নটোরাজ।
আমি ফিরে যেতে চাই
আঁকাবাঁকা মেঠোপথ-কানামাছি খেলা
আল মাহমুদের দড়িছেঁড়া হারানো বাছুরের পিছে
আমি ফিরতে চাই আমার গাঁয়ে
আমার মায়ের কাছে।
আমি তো শান্তি খুঁজি জীবনানন্দ দাশের
এই রূপসী বাংলায়
তোমরা যেখানে সাধ জাগে চলে যাও
আমি এই বাংলায় রয়ে যাবো চিরদিন
কাঁঠাল পাতার ফাঁকে রয়ে যাবো
আমার ইচ্ছা নেই দুবাই শহরের আলিশান নগরে ফিরে যেতে।