আষাঢ়ের দিন গুলো কি ভাবে চলে যায়
হাঁটি হাঁটি করে
ইচ্ছা করে ধরে রাখা যায় ?

জীবন এই ভাবে পায়চারী করে
দুই দিন তরুণ তার পর যুবক
বৃদ্ধ হতে হয়
নেমে আসে দুঃখ দুর্দশা
জীবন হয় পরাজিত।

হয় না সুখে গড়া বাসা
কত চাওয়া পাওয়ার স্বপ্ন সাধ এই জীবনে
লুকিয়ে রাখে ছোট এই জীবন
সব কিছু হার মানে মরণ
নাকি পুড়ে জ্বলে ছাই হয় মন।