কি দিয়েছো আমাকে জন্মদাতা একটুকরো জমি- ছোট কুড়ে ঘর
বাতাসে নড়বর করে সারাদিন
তার উপর ভর করে কি ভাবে গড়ি জীবন ?
কিছ্ইু হতো না দেয়া জাতিকে
সময় তো চলে গেলো অন্ন্য বন্ত্রের সন্ধানে।
শুনেছি জন্মের আগে গোলা ভরা ধান ছিল উঠানে ছড়াছড়ি
প্রতিদিন ভীর হতো সমাজের মানুষ
আমাার মায়ের হাত থেকে কিছু পাবার প্রত্যাশায়
কোথায় গেলো সে সব দিন আজ শুধূ ভাবি।
এখন কেউ আসে না ফিরে তাকাও না কেউ
বাবার মত আমারো মাঝে মাঝে ইচ্ছা জাগে
এ জীবন বিলিয়ে দেই মানুষের কল্যাণে।
কিছুই হলো না দেয়া- স্বপ্নগুলো ঘুরপাক খায়
আমার হৃদয় আঙিনায়।