গাঁয়ের পথে ফিরতেই, গাঁয়ের বধুরা ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে বলে কেমন আছো বাপু,
অনেক দিন পর ফিরলে বুঝি
তুমি তো গাঁয়েরী ছেলে।

আমি অবাক হই-এতোকাল পরও কি ভাবে রাখলো মনে
শহরের কেউ এই ভাবে রাখেনি মনে,
যাদের সাথে ঢাকার রাজ পথে চলেছি
তারা আজ কে কোথায়।

গাঁ আজ মায়ের মত, মমতা জড়ানো মন
পার হয়ে যাই হাটু জল নদী
আঁকা বাঁকা মেঠো পথ।

এখানে বসো বাপু, কিছু মুখে দিয়ে ফিরবে ঘরে
বলতে বলতে দু’পা বাড়িয়ে দিলো
কি আদর কি ভালোবাসা,
ভুলিনি আমি ভুলা কি যায়-মাটি আর মানুষের কথা
যারা ভালোবাসতে জানে-জানে না ছলো না।