আমার দেশের গাঁয়ের পথে
হাজার ছবি আঁকা,
দেশকে আমি ভালোবেসে
তাই এখানে থাকা।

এই দেশ আমার সাত পুরুষের
বসত ভিটা মাটি,
মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত ভাবে হাটি।

এই দেশেতে শান্তি মেলে
লাগছে গায়ে হাওয়া,
সবুজ পাতার দোল খেয়ে যায়
শীতর রুপে পাওয়া।

এমন দেশটি কোথাও পাবে
নাইতো রুপের শেষ,
বাংলা আমার বাংলা তোমার
প্রিয় বাংলাদেশ।