আহা নবান্ন- হিম শীতল
বাতাসে উড়ে উড়ে যাবো অনেক দূর
এই কোলাহল শহর থেকে
অনেক দূরে বহুদূরে।

সেই গাঁয়ে যেখানে পরে আছে
আমার বাবার কবর
মায়ের কবর
ধুলোতে মাখা এই শরীর
আমার সাত পুরুষ।

এখনও ফিরি গাঁয়ে
পা টেনে ধরে
আমাকে থামিয়ে দেয়
কি যে মায়া- কি ভালোবাসা
গাঁয়ের বধুদের কি নিষ্পাপ হাসি।

আমাকে টানে বার বার
কোলাহল শহর ছেড়ে ফিরে যাবো
হেমন্তের আহ্বানে।