অতি শীঘ্রই সাহেব লইবেন অবসর

চল্লিশ বছর পর ভেঙ্গেছে ঘুম পূর্নবার

বিশ্ববিদ্যালয়,ক্যান্টিন,আন্দোলন

ছাত্রনেতা, হুলিয়া ,পুলিশের সমন ।

মনে মনে লন প্রস্তুতি করনীয় ভবিষ্যত

খুজে ফিরে পেতে হবে সেই না দেখা পথ

সবার সাথে নমনীয় নোয়াইয়া মাথা

হাসিমুখে সদা কহিবে কথা

আজ এ ফাংশান কাল ওই অনুস্ঠান

পরশু সুশীলদের মানববন্ধন।

ক্রমশঃ হইবেন সভাপতি একদা

সাবেক সচিব তাহার পদমর্যাদা

যাহাদের ফাইলে করেন নাই সাইন

কখনো সখনো ভাঙ্গিয়াছেন আইন।

তাহাদের বুকে টানিয়া কবো মধুর কথা

নানা ছলে কৌশলে ভোলাইব পুরানো ব্যাথা।

লিখিব কিভাবে করিতে হয় নিট উন্নয়ন

চল্লিশ বছরেও যাহা কদাচিৎ করি নাই পালন

সাথে থাকিবে কিছু কবিতা এবং গল্প গাঁথা

ভাঙ্গিতে হইবে রবি ঠাকুর ও জীবনানন্দের মাথা।

আমার মাথা খাও যদি না নাও

পুঞ্জিভূত ইচ্ছামালা যদি না সুর করে গাও।

সামনে আসিতেছে ধেয়ে জাতীয় নির্বাচন

হয় বড় ভয় যদি না মেলে কোন মনোনয়ন

না লইয়া টেনশন করো গরু খোজ প্রধান যে বিচারক

সদ্য লইয়া অবসর দূরবীন করিতেছেন তাক।

কোন পথে হয় প্রাতঃভ্রমন সটান তথা যাও

পাশাপাশি হাটিতে হাটিতে পায়ে পা মেলাও

তিন মাসের কেয়ারটেকারে সুযোগ যদি হয়

সাবেক লিখিয়া বংশধরেরা দিবে মর্যাদার পরিচয়।



কেমন করিয়া হইতে পারি চটজলদি সাবেক

তেমন কিছু নয় দাও শুধু বিসর্জন বিবেক

আখের কলে রাখিয়া মাথা ঘুমাও আরামে

পাটকলের নাটবল্টু খুলিয়া পাঠাও নিজ গ্রামে

অতি তাড়াতাড়ি এশিয়ান ব্যাংক লইবে এ্যাকশন

পাইয়া যাইবে হ্যান্ডশেক নাম তার গোল্ডেন।

এভাবেই অকালে হইবে তুমি সফল সাবেক

শেখো কি করিয়া নিজ পা কাটিতে হয় নালায়েক ।।