রেখায় রেখায় ভরেছি দিগন্ত
তবুও রেখায়ন হয়না ক্ষান্ত
উন্মূল বাসনায় ভরে দিতে চায়
ক্য্যানভাস আর পাতায় পাতায়।
আলো আধাঁরির গাঢ় লাইনে
হালকা আলোকিত অতি সাবধানে
গতিময়তায় সেকি দুরন্ত
কতশত তার নেইকো অন্তঃ
রেখায় রেখায় ফুটে উঠে নয়ন
ঠোট,কেশগুচ্ছ,পুষ্ঠ বক্ষ
কমনীয় কোমর সদা আকর্ষন
যোদ্ধার পেশী ,শ্রমিকের পদযুগল
সবকিছুতে রেখার পরিমিত চলাচল ।
উদ্বিগ্নতা , ভাবালুতা , সন্দেহ ,বিদ্রোহী
প্রেমময় , ছলনা , মমতা ও অশ্বারোহী
রেখায় হয়েছে কালজয়ী চিত্রকলা
রাফায়েল,ডুরার,সুলতান ভরেছে চিত্রশালা ।।
২০০৮/জুলাই