চারিদিকে মৃদু হাওয়া শীতল বাতাস
এ যেন শীতের-ই আগমনী আভাস
ভোর বেলা দেখা যায় হালকা কুয়াশা
কাছের সবকিছু যেন লাগে ধোঁয়াশা
উলঙ্গ গাছের সারি জানান দিয়ে যায়
খেজুর গাছে রসের ঠিলে দেখতে পায়
মাঠে মাঠে দেখা যায় হলুদ শস্য ফুল
অপরূপ এই দৃশ্য দেখে মন হয় ব্যাকুল
দিনের অংশ ছোট হয়ে রাত হয় বড়
পশুপাখি মানুষও ঠাণ্ডায় হয় জড়
অতিথি পাখিরা আসছে ডানা মেলে
কতো সাগর পাহাড়-পর্বত দূরে ফেলে
শীতের এ আয়োজনে দুচোখ যায় ভরে
ভাপা পিঠার সুগন্ধে মন আনচান করে
কতো কিছু প্রকৃতিকে শীত যায় দিয়ে
এভাবে শীত আসে শীতের বার্তা নিয়ে