ঠোঁটের কোণের ওই হাসিটা
প্রত্যেকে দেখতে পাই
চোখের কোণের এই পানিটা
মুছে দেবার কেউ নাই
নিষ্ঠুর এই প্রকৃতির খেলা
যায় না কিছু বোঝা
কাউকে কষ্ট দেয়া নাকি
এখন খুবই সোজা
কষ্ট দিয়ে মানুষগুলো
কিসের যে শান্তি পাই
তাদের কিছু বলার মতো
ভাষা যে মুখে নাই
কষ্ট শুধু পেয়েই যাবো
সারাটিজীবন ভর
কষ্ট আমায় কখনো কী
হতে দেবে না পর?
কষ্ট দেয়া মানুষগুলো
শাস্তি কী পাবে না?
তাদের কোনো আদালতে
বিচার কী হবে না?
জীবন পথে চলতে গেলে
আসবে অনেক কষ্ট
তাই বলে করা যাবে না
নিজের জীবন নষ্ট
এই কথাটা মাথায় রেখে
চলছি আমি আজও
কষ্টকে উপেক্ষা করে
করছি আমি কাজও
জীবনকে উপভোগ করতে
প্রতিটা মানুষ চাই
কষ্টই যদি না থাকে আর
সেটা কি পাওয়া যাই
তাইতো কষ্ট সহ্য করে
সামনে যেতে হবে
কষ্ট সহ্য করলেই সুখের
দেখা মিলবে তবে