বৈশাখ এলো চৈত্র শেষে
লাগলো খুশির হাওয়া
পান্তাভাত আর ইলিশ মাছে
হবে দারুণ খাওয়া
বৈশাখী সেলামি নিয়ে
যাবে মেলার মাঠে
কেউবা আবার বন্ধু নিয়ে
ঘুরবে পথেঘাটে
চারিদিক্ মেতে উঠেছে
বৈশাখের এই সাঁঝে
সবাই নতুন পোশাক পরে
ঘুরবে মেলার মাঝে
নাগর দোলায় চড়বে সবাই
ললনা দের ভিড়ে
মেয়ে রা সব শাড়ি পরে
দাঁড়াই থাকবে নীড়ে
ছেলেরা পরবে পাঞ্জাবি
মেয়েরা পরবে শাড়ি
অনেকে কোথাও না যেয়ে
বসে থাকবে বাড়ি
উৎসব মুখর এই বৈশাখে
খুলো আপন দোর
এসেছে বৈশাখী আমেজ
হয়েছে নতুন ভোর
পুরাতন সব স্মৃতি ভুলে
বাজাও বাংলারই ঢাক
বরণ করে নেও সবাই
আজ পহেলা বৈশাখ