আমার যেদিন মৃত্যু হবে
ছাড়বো এই ভুবন
কাঁদবে আমার পিতা-মাতা
কাঁদবে আপনজন
মৃতদেহ গোসল দিবে
গরম পানি দিয়ে
গোসল শেষে যাবে আমায়
গোরস্তানে নিয়ে
যাদের কাছে ছিলাম আমি
অনেক বেশি আপন
মৃত্যু হওয়ার পরে তারা-ই
করবে আমায় দাফন
কবরের মাঝে রেখে সব
দিবে আমায় মাটি
আমার আসল ঠিকানা তো
কবরের ওই ঘাঁটি
আমার মনে ছিল যত
রঙিন স্বপ্ন আঁকা
চিরদিনের জন্য পড়বে
মাটির নিচে ঢাকা
সবাই আমায় কবর দিয়ে
ফিরে যাবে বাড়ি
সওয়াল-জবাব শুরু হবে
নেইকো ছাড়াছাড়ি
ক'দিন পরে ভুলে যাবে
সবাই আমার কথা
কারো হৃদয়ে থাকবে না
হারানোর সে ব্যথা!