চোখ দুটি ঘুম ঘুম
উঠি সাজ সকালে,
কাটেনি ঘুম টুকু
ব্রাশ করি ঝিমিয়ে।

ক্লাস করি দুপুরে
ঘুম বাবু জাগোরে,
চক ছুড়ে কপালে
লাফ দিয়ে উঠিরে।

রেগেমেগে বলে স্যার
এতো ঘুম কেন-রে?
নাম হলো আজ থেকে
বেলা গেলো ঘুমেতে।