অন্তর হলো ভালোবাসার জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
ঘৃণা করে তারা সত্য-ন্যায়কে।
অন্তর হলো দয়ার জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
এই মানুষগুলো নিষ্ঠুর হয়ে পরে।
অন্তর হলো কৃতজ্ঞতা জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
দূরে সরে যায় কৃতজ্ঞতা থেকে।
অন্তর হলো ভয়ের জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
নিকৃষ্ট কাজ করে হেসে বেড়াচ্ছে।
অন্তর হলো প্রত্যাশার জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
পরকালের ব্যপারে নেই আশা তাদের।
অন্তর হলো অনুশোচনার জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
কুকর্ম করেও লাগেনা খারাপ ভিতরে।
অন্তর হলো লজ্জার জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
অশ্লীল অমার্জিত কুরুচিপূর্ণ যায় হয়ে।
অন্তর দায়িত্ব অনুভূতির জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
পরিবার পড়শীর দায়িত্বহীণ হয়ে উঠে।
অন্তর হলো আত্মমর্যাদার জায়গা
যখন মোহর লেগে যায় অন্তরে
নিজ আত্ম মর্যাদাবোধ হারিয়ে ফেলে।
অন্তর যেহেতু মোহরাঙ্কিত হয়েছে
যত ভালো কথাই শুনক
যত সত্যতাই তারা দেখুক,
মেনে নিতে অন্তর অস্বীকৃত
তাদের অন্তর সীল মোহরাঙ্কিত।