আমার অনাহারি মুখে
তুমি ভুখা কি রবে?
আমার দু’লুকমা অন্নে
তুমি সন্তুষ্ট কি হবে?
আমার নিঃশব্দ আর্তনাদ
তুমি মনের কানে কি শোনবে?
আমার বেদনার অশ্রুতে
তুমি বয়ে কি চলবে?
আমার ক্রোধের সোরগোলে
তুমি প্রিয় চুপ কি থাকবে?
আমার উত্তপ্ত হৃদয়ে
তুমি হাসিমাখা পানি কি ঢালবে?

কেউ কি এমন আছো?
হে পরিতৃপ্ত অন্তর,
আমি খুঁজে বেড়াই তোমায়
আমার মনের কল্প।

তুমি কি জানো বিবাহ কি?
দু’টি জীবন মিলে
একটি জীবন হওয়া।
তুমি কি জানো ভালোবাসা কি?
মনের সাথে মন জোড়ায়ে
যায়না কাউকে ভুলা।
তুমি কি জানো ঘুম কি?
চোখ ও চোখের পাতা মিশে
আধারে বিভোর হওয়া।

তবে এসো একটি জীবন হই
হই কাউকে না ভুলা,
তোমায় আমায় ভালোবেসে
প্রশান্তির ঘুম আসা।