ছোট্ট পুতুল খুকুমণির
  মাথায় কালো কেশ,
পরীর মতো মুখটি তাহার
   লাগত দারুন বেশ।

মামা বাড়ি যেত খুকু
   ঘোড়ার পিঠে চরে,
হলদে পাখি দেখত তাকে
   নয়ন দু’টি ভরে।

খেতে দিতো মন্ডা মিঠাই
   খেতে দিতো খই,
তাই নিয়ে করত খুকু
   আনন্দে হইচই।