ইচ্ছে করে না ফিরে যেতে
ওই শহরের দিগন্তে,
যে শহরের মানুষগুলো
  কষ্ট দিয়েছে অন্তরে।

ছুটে চলেছি পথযাত্রী
মুসাফির নামের অক্ষরে,
পথের ঠিকানা প্রশান্তি
খুঁজেছি আমার অন্তরে।

পাইনি তারে আপন ভুবনে
ছুটে চলেছি আজ দেশান্তরে।