আল্লাহ হলেন মহানসত্ত্বা
এনেছেন অস্তিত্ব,
যেগুলোর ছিলোনা
অস্তিত্বই ইতিপূর্বে।
কাল প্রবাহে এসেছে সময়
মানুষের উপর,
যখন সে ছিলোনা কিছু
আছে কি সেই কথা মনে?
আমি করেছি সৃষ্টি তোমায়
হতে মিশ্র শুক্রবিন্দু,
করেছি সৃষ্টি তোমায়
সারাংশ মাটি থেকে।
সংরক্ষিত আধারে
করেছি স্থাপন,
এক বিন্দু রূপে
স্থান দিয়েছি মায়ের পেটে।
শুক্রবিন্দু
জমাট পিন্ডে,
পোকার মতো
আকৃতি দিয়েছি তাতে।
জমাট বিন্দুকে
মাংস পিন্ডে,
অতঃপর সৃষ্টি অস্থি
মাংস পিন্ড থেকে।
অস্থিকে করেছি
মাংস দ্বারা আবৃত,
অবশেষে করেছি দাঁড়
নতুন রূপে।
যিনি মহান সত্ত্বা তোমাদের
আকৃতি দেন,
যেভাবে ইচ্ছা
মায়ের গর্ভে।
আমি কি দেইনি দু’টি চোখ?
রয়েছে তাতে,
তেরো কোটি বাল্ব
একটি ছোট চোখে।
রয়েছে তেরো কোটি বাল্বে
কোটি ছাব্বিশ আইরিসেপ্টর
জায়গা দরকার কি পরিমান
এর জন্যে?
মিলেনা কখনও
বাল্বের তার,
ছাব্বিশ কোটি আই রিসেপ্টর
একে অন্যের সাথে।
আমি কি দেইনি দু’টি ঠোঁট?
দিয়েছেন কে এসব?
জিহ্বা দিয়েছি
কথা বলতে।
করেছেন সৃষ্টি যিনি তোমাকে
সুবিন্যস্ত করেছেন,
সুষম গঠনে
তার ইচ্ছার আকৃতিতে।
তোমার হাত-পা
তোমার দু’টি চোখ,
তোমার নাক-কান
সব কিছুই পরিপূর্ণ।
এই গঠনের তুলনা
থাকলে দেখাও,
মহান আল্লাহ ছাড়া
প্রকৃত কোনো স্রষ্টা কি আছে?