যখন খুলেছিলাম অর্ধচোখ
এভুবনে তোমার,
ছিলো কোথাও আনন্দ
রঙধনু ছবির মতো।

ডুবেছিলো ঝমকালো রঙে
আপাদমস্তক আমার,
মূর্খ মনে হতো নিজ চোখে
তোমার তৌফিকে পেলাম নিজেকে চিনতে।

নফসের কু-প্রবৃত্তি ছেড়ে
মেনেছি আদেশ তোমার,
ফেলে দিয়ে চাকচিক্য
নিলাম আকরে তোমার কুরআন।