আমি নই পাগল সুন্দর্যের,
প্রেমে পরতে চাই সুন্দর গুণের।

চোখ তুমি সুন্দর
ব্যতীত সুর্মা-কাজল,
যদি থাকে লজ্জা নয়নে।

ঠোঁট তুমি মিষ্টি
ব্যতীত মুখের বুলি,
যদি থাকে মুচকি হাসি।

নাক তুমি সুগন্ধি লোভী
ব্যতীত দুর্গন্ধ,
যদি রাখো পরিষ্কার পরিচ্ছন্ন।

কান তুমি ভালো শ্রোতা
ব্যতীত মন্দ ভাষা,
যদি শোনো রবের কথা।

জিহবা তুমি সুস্বাদু খোঁজো
ব্যতীত বিস্বাদ খাদ্য,
যদি থাকো সুস্থ্য।

মস্তিষ্ক তুমি জ্ঞানশূন্য
ব্যতীত সত্য,
যদি কর আহরণ মিথ্যে গল্প।


'অভিযাত্রিক-২০২৪'