জীবন বড় শূন্য একাকিত্বে
কেন এতো হতাশা-আশা ?
দুঃখ-বেদনা,
বিষন্নতা আর দুশ্চিন্তা।
যখন ভাবি তোমায় নিয়ে
দেখি কল্পনার প্রতিচ্ছবি
তখন লাগে ভালো এই পৃথিবী,
আমার দগ্ধ হৃদয়ে
জাগে বাঁচার আলো মনে।
ভালোবাসি টালোবাসি না বলে
তখন অন্তঃকরণ বলে উঠে
চলো করি বিয়ে,
বাধি ছোট্ট সংসার
একটি ছেলে একটি মেয়ে।
নেই কোনো মনের মানুষ
লোকে বলে কেন জপো
প্রিয়তম নাম ধরে তবে?
বলেছেন রব করেছি সৃষ্টি
জোড়ায় জোড়ায় তোমাদের।
জানি তুমি আছো
হয়তো ইহকালে
নয়তো পরকালে,
জানি সে আছে
অপেক্ষা শুধু সময়ের।