আকাশ পানে সূর্য উঠে মুচকি
হাসি হাসে, ভোরের আলোয়
সকাল সাজে রৌদ্র কিরণ মিশে ।

সকাল সাজে গাছে ফাকে সূর্য
কিরণ দে উঁকি, সূর্যের আলোয়
বৃক্ষ বটে পাখিরা করে কিচিরমিচির
কত ডাকাডাকি ।।

সকাল সাজে সূর্য আলোয় কৃষক
যায় মাঠে, সূর্যের আলোয় নৌকা
চালায় গাঁয়ের মাঝি চলে ফিরে
একুল ওকুল নদীর ঘাটে !

রাখাল ছেলে বাজায় বাঁশি সূর্যের
আলোয় মিষ্ঠি সুরে ভাটিয়ালি গান,
বনে জনে কাঠবেড়ালী ছুটে লেজটি
ঝুলে গাছের শাখায় ঝুলে থাকে
বনো হনুমান ।।

সূর্যের আলোয় পল্লীপথে জমে ধু ধু ধূলা
বালি, পানকৌড়ি ডুব দিয়ে যায়
নয়নদিঘি ডালি ।

নদীর জলে ঝিকিমিকি সূর্য
আলো ভেসে উঠে, আঁধার শেষে
সূর্য আলোয় আবার জীবন ফোটে !!

সূর্য আলো মেঘের ভেলা ছড়ায়
সুবাস আলো, আলো হীনা বড্ড
একা মানব জীবন কালো ।।