একুশ আমার মায়ের ভাষা
আমার তোমার বুলি, একুশ
আমার রক্তে রাঙানো গণমানবের
তুলি ।।
একুশ আমার হৃদয় প্রাণের
দুঃখ ভরা ব্যথা, একুশ আমার
অগ্নি ঝরা-অমর কবিতা ।
একুশ আমার গর্ব করা চেতনা
অহংকার, একুশ আমার বীর
শহীদ প্রাণে বীরের মতো করে
দাঁড় !
একুশ আমার কষ্টে ভরা নিপীড়ন
নির্যাতন, একুশ আমার বায়ান্নের
ভাষা আন্দেলন। ।
একুশ আমার ভাইয়ের রক্তে
রাঙ্গানো অমর সুরের গান, একুশ
আমার ভাষার বুকে বিলিয়ে দেওয়া
সালাম বরকত রফিক জাব্বার
লাখো শহীদের প্রাণ ।।
একুশ আমার দুঃখের বাহন রক্ত
ঋণে মাখা, একুশ আমার মায়ের
বুকে খোকা ফেরার অপেক্ষা !
একুশ আমার অমর বুকে জেগে
থাকা ভাষা শহীদের স্মৃতি, একুশ
আমার অশ্রু ঝরা শ্রদ্ধা অনুভূতি ।।
একুশ আমার মায়ের ভাষা বুক
ফুলিয়ে বলা, একুশ আমার নগ্ন
পায়ে তাল মিলিয়ে চলা ।
একুশ আমার চোখের স্রাবণ বুক
জেগে ওঠে আহুতি বারবার, একুশ
আমার মায়ের ভাষা সব বাঙালির
মৌলিক অধিকার !
একুশ আমার ভাইয়ের বুকের
তাজা রক্তে ফিরে পাওয়া বাক
স্বাধীনতা, একুশ আমার অমর
হৃদয়ে সারাজীবন থাকবে গাঁথা ।।