নদীর পাশে গ্রাম মোদের
নদীর ধারে ঘর, একুল ওকুল
দুই কুল ভাসে কাদা মাটির চর ।।

চলে নদী হিমেল তালে হাওয়ায়
নাচন দোলে, এঁকে বেঁকে চলে
নদী স্রোতে ভেসে চলে !

সকাল সাজে দুই চোখ জুড়ে
দূর পাহাড়ের বন, নদীর কুলে
শাপলা ফুটে ভরে যায় মন ।

হেলেদুলে আউশ ফসল সোনার
তরী পাট, বৈঠা ধরে মাঝি ছুটে
চলে একুল ওকুল ঘাট ।।

মেটু পথে ধুলো জমে মাঠে যায়
চাষি, রাখাল ছেলের পাল চড়ায়
বাজায় মধুর সুরে বাঁশি !!

রং বেরঙে গাঁয়ের তাঁতি বুনে
গামছা ধূতি শাড়ি, মাটি দিয়ে
কুমোর বানায় কলসি পাতি হাঁড়ি ।

শ্রমজীবী চুটে চলে কাজে
কর্মশালায়, গাঁয়ের কামার, কামার
শালায় দিনরাত হাতুড়ি চালায় !

দিন ফুরিয়ে আসে রাত জোনাকি
আঁধার নামে, মিলেমিশে থাকি
মোরা ছোট্ট মোদের গ্রামে ।।