কোথায় পাবো সঠিক আইন কোথায়
পাবো আইনের শ্রদ্ধা নীতি,
নেই আইন নেই শাসন এই কেমন
আইনের পরিনতি

গরীব হলে আইনের শাসন
বড়লোকের টাকায় চলে বিধি,
কোথায় পাবো প্রকৃত আইনের
শাসক কোথায় পাবো প্রতিনিধি !

আইন চলে না সঠিক পথে দিতে
হয় গুনেগুনে ফাইন, নিরহ
দেশবাসী খোঁজে বেড়ায় এই
দেশেতে সঠিক নীতির আইন ।

কথায় কথায় মামলা ঠুকে
সত্যিবাদী মানুষের নেই মুখে
হাসি, এমন আইনের কাঁদছে
সমাজ কাঁদছে নিরহ দেশবাসী ।।

সত্যি বলায় আইনের হাতে মার
খেতে হয় স্বাধীন গনতন্ত্রের দেশে,
কারে বোঝায় এই দুঃখ দিন-রাত্রি
শেষ ।

সমাজ আজ হিংস্র সাজে
আইনের অন্ধ নীতির হাতে,
কোথায় গেলে পাবো সঠিক
আইন গণমানুষের বন্ধু হতে ।।