একলা আঁধার নদীর বুকে একা চলেছি
নদীর স্রোতে, নদীর ঢেউয়ে নৌকায় ভেসেছি।
তোমার প্রাণে, ফুলের ঘ্রাণে তোমায় চিনেছি
তোমার মনে অধীর ক্ষণে অপেক্ষায় রয়েছি॥
তুমি আমার আঁধার আলো-
তুমি আমার মনে,
তোমার সাথে পথ চলিতে
দিনগুলিও আজ মর্ম-বিরোহে।
ওগো হে বিরোহিনী!!
দুঃখ বেদনার অশ্রুগুলি মিশেছে আজ
রামধনুকের তুলি!
তোমার চোখের তারা দিয়েই
এই বিশ্ব নিখিল দেখি।
পাখির কন্ঠে মধুর সুরে
প্রকৃতি আজ প্রেম বিরোহে-
তোমার রঙে প্রকৃতিও আজ
নিবিড় মনে সাজে।
হাসি খেলার দিন গুলি আজ
রুপার চেয়েও দামি,
ওগো হে বিরোহিনী!!
ধন্য তুমি তোমার প্রতি
ভিন্ন আমি ভিন্ন সেথাই,
দিনগুলি আমার কাটে,
তোমার প্রতি জাগ্ৰত মনে
প্রেম বিরোহের স্তুতি॥
ওগো হে বিরোহিনী!!