তুমি যদি জানো স্বপ্ন ঠিকানা বলো
চেনা সেই পথে হেঁটে যাই আজ চলো
মেঘেরা নদীতে ঢেলে দিলে জলধারা
হয়ে যাবো তবে খুশিতে আত্মহারা।
তুমি খুঁজে নিও ব্যাকুলা হৃদয়খানি
আমি শুনে নেবো বাতাসের কানাকানি
অলসতা ভেঙে ফোটে যদি ফুলকলি
কিছুটা সোহাগ দিয়ো তবে অঞ্জলি ।
হঠাৎ যদি বা বাঁশরি বালক ডাকে
মন বেঁধে নিয়ো অনুভবে সাতপাকে
কিছু কথা হবে আবছা আলোয় মাখা
কিছু ক্ষণ হবে রংধনু রঙে আঁকা ।
স্বপ্নে মেশানো এলোমেলো অনুভূতি
না হয় পড়াবে বনেদী সুখের পুথি
আকাশ বাড়িতে পাখিরা উড়বে সুখে
বিশালতা নিয়ে দেখে নেবো উৎসুকে।
দৃষ্টি সুদূরে,,! থাকবেনা কোন বাধা
ক্ষতি কী!জীবন কেটে গেলে সিদেসাদা
জ্বলবে আলোক, হৃদয়েতে মিটিমিটি
ও মন জোনাকি!তোমাকে দিলাম চিঠি।
চিঠি উড়ে যাবে বাতাসের রাঙা খামে
পড়ে নিয়ো চুপি, জোনাকি মেয়ের নামে!
কথা শেষ হলে--নতুন কথারা এসে
থাকবে নীরবে, মনবাড়ি ভালবেসে।