আকাশ ছুঁয়ে দেয় হৃদয়ের সীমানা
কিছু কথা সিগ্ধতার সিঁথি কাটে মনে
আমিতো চাইনা কখনো- করুণার পাঠ্যধারায়
কেউ আমাকে মুখস্থ করুক !
আমি চাই মুক্ত বাতাসের ঠিকানা -
বৈষম্যের তাপদহমুক্ত বাসযোগ্য ঘর ,
কে আর করবে আজ সানুগ্রহের সরলীকরণ !

মরুচারি মনের ভেতরে পুরনো ইচ্ছেরা বনেদি হয়
শ্লোকের লাবন্য প্রভায় কেউ বা বুঝে নেয় ব্যঞ্জনার তাৎপর্য
কেউ কেউ আমার সাথে কবিতার পথে হাঁটে
কবিতা আমাকে বেঁধে রাখে মায়ামন্ত্রের তাবিজে
আমার অন্তরিত ভালবাসার গুচ্ছ ফুলকলিরাও
কবিতার আকাশে খোঁজে সৌহার্দের নিলিমা ।

অন্তরে গেঁথে নিয়ে সহজিয়া বার্তা
বোধ কর্মসূচির আওতাভুক্ত হই
অনুভুতির সুচিক্রমে যোগ হয় নতুন ধারা
কখনো
নাবিক মেঘের ডানায় উড়ে চলে যাই বহুদূর --
মধ্যরাতের জোছনা শোনায় ভালবাসার গান ।

মুগ্ধ নিসর্গতা নিয়ে অপেক্ষায় থাকি
স্বপ্নদ্রষ্টা কোন পূজারির আশায়
হয়তো একদিন - সেই দেবে বাসযোগ্য স্বপ্নের ঠিকানা !