সুর-কোলাহল থেমে গেলেই বোধের ঘরে জ্বলবে আগুন
এখন আমি স্বপ্ন পোড়াই মন বনে গায় বিষাদ ফাগুন
পাতার ঘরে শূন্য বসত,পাতারা কী কাঁদতে জানে!
স্বচ্ছ হৃদয় দত্তক চাই নামবো জলে প্রেমের টানে
ও কারিগর! নতুন করে প্রাত্যহিকীর মঞ্চ সাজা
ভয়ভাঙা দিন ডাকছে কাছে একদিন ঠিক হবোই রাজা
সাগর বেলায় আপন মনে গাইছে কে ঐ অচীন পাখি
অশোক পলাশ শিমুল পোড়ে,এই আমিযে আশায় থাকি
নিত্য কতো ভ্রমণ প্রহর বাজেয়াপ্ত হচ্ছে দুখে
বাক্যদানের আবেশ তবু বাজছেরে কার দগ্ধ বুকে!
চাইছিযে হায় সাগর প্রেম সূর্যটা হোক জ্ঞান-উপাসক
আরাধনার মুক্তো-ঝিনুক জ্বেলেই দেবে মঙ্গলালোক
সভ্যতা নয় পুরুত ঠাকুর,অনাস্থাতেই ঘুরবে পথে
স্বর্ণালি রোদ গায়ে মেখে উড়বো এবার মায়ার রথে
কাল মহাকাল নাইবা গাঁথুক আস্থা সুতোয় স্বপ্নমালা
বিশ্বাসেতেই অমৃত হয়, স্বপ্ন-বিষের পূর্ণ থালা!!