একটা নদী এঁকে-বেঁকে  গাঁয়ের দিকে যায়
একটা ঘুড়ি উড়াল পাখি দূর আকাশে ধায়

একটা ছবি এঁকে খোকা অবাক  হয়ে যায়
ছবির নৌকো দেয় ভাসিয়ে দূর অজানা গাঁয়

একটা কথায় আলোর ঝিলিক রাঙা হাসির ফুল
একটা জীবন  আশার দ্যুতি  নেইতো কোন ভুল

অনেক স্বপ্ন দেখতে পারে  একটা ছোট   মন
তাইতো রঙিন  স্বপ্ন আঁকে খোকন সারাক্ষণ ।