পথ কী জানে পথের রেখা কোথায় কখন শেষ !
পথ তো নিজেই নীরব চলে একলা  নিরুদ্দেশ ।

নিবিড় নিয়ম মানতে গিয়েই হারিয়ে ফেলি সব
শহর নগর বন্দরে আজ কিসের কলরব ?

এই যে আছি , এই বুঝি নেই তবু নিরীক্ষণ
নিঃশব্দের ঘোর কাটেনা চাই  শুধু  বন্ধন ।

সবুজ পাতায় দিনকে রাখি বালির ভাঁজে মন
আয়ুষ্মতীর খবর আনে সখের গ্রামীণফোন

সিন্দুকে নেই সোনার মোহর আকাশ কেনার সাধ
অবহেলায় শতাব্দী  যায় হয়না  প্রতিবাদ !

পূর্ণিমা রাত বলবে কী আর ,  সেইতো ব্যথায় নীল
রঙমাখানো তুলির মাঝেই  খুঁজি  অন্ত্যমিল ।

রোদ ঝলোমল আকাশ দেখেই দিন যে বয়ে যায়
পথ কী জানে ! পথে বসেই ভাবি  আশংকায় ?