অনু কবিতা ‘বৃষ্টি’
শাহানারা রশীদ ঝরনা

মেঘ বাহনে বার্তা আসে
বৃষ্টি মেয়ের কানে
নিঝুম রাতে ঘুম আসে না
ঝিঁ ঝিঁ পোকার গানে।

রিম ঝিমি ঝিমি বাদল দিনে
আহা এ কোন্ জ্বালা
জানি না কেউ খুলবে কিনা
বন্ধ মনের তালা!

জল-কাব্যের নোলক নাকে
মেঘ বালিকা নাচে
ইচ্ছে হলেই যায় কি যাওয়া
মন-বধূঁয়ার কাছে?

বুকের ভিতর বৃষ্টি বিলাস
ছন্দ সুরের খোলা
স্বপ্ন সূতোয় মালা গেথেঁই
যায় যে কেটে বেলা।

কদম ফুলে সাজিয়ে খোঁপা
কোন্ সুদুরে ছুটি
ইচ্ছে হয়ে মেঘ –পায়রা
করে লুটোপুটি।

অভিসারে যায় বধূয়া
ঘরের বাধঁন ছিঁড়ে
জল-সাগরের ¯্রােতে ভেসে
আসবে কি কেউ ফিরে?

বরষার আয়োজন।