দূর অসীম মেলে দিয়ে মনের নরোম ডানা
আমি থাকি চুপটি করে বলতে কিছু মানা।
আকাশ নদী বন বনানী নিঝুম রাতের তারা
সৃজন সুখের ইচ্ছে নিয়েই হয় কি বাঁধন হারা?
ভালোবাসার নকশি কাঁথায় সাজিয়ে দিলাম ফুল
বন্ধু না হোক শত্রু ভেবেই একটু করো ভুল।
যখন আমার মন থাকে না একটু ও আর ভালো
ইচ্ছেরা হয় দুষ্টুমিতে বড্ড আগোছালো।
লিখতে বসি গোপন চিঠি গভীর বিজন রাতে
ওমা, দেখি দাঁড়িয়ে তুমি সোনার কলম হাতে!