বিশ্বাসী এই মনটা ছুঁয়েই দাও বাড়িয়ে মন
বন্ধু না হও সখ্য সুখেই কাটবে মায়ার ক্ষণ

পথ হারানো দুঃখগুলো পথেই নেবে বাঁক
ভিন্নতা নেই স্বপ্নেরা সব অবুঝ হয়েই থাক

জোছনামাখা রাতের বনে ফুটবে হাজার ফুল
খুনসুটিময় জল বাতাসে উড়বে চাঁদের  দুল

রূপকথা দিন সাজাও যদি ডাকবে অবাক রাত
আনমনে কেউ ঠিক রাঙাবে  নকশা আঁকা হাত

হাতটা যদি তোমারই  হয়  নেইতো  তবে ভয়
পথে বসেই দুইজোড়া মন করবো বিনিময়!!