যুগ যানজটে বসে আছি একা,
কখনো স্বপ্নের গাংচিল ওড়ে
কেউ বা কোলাজ করে সংক্রান্তির অণুকাব্য
স্মৃতির পাতায় ভাসে স্বজনের মুখ।
আহা সময়!!
আমরা কি আজকাল স্বজন চিনি?
রাখি কি স্বজনের হাতে হাত?
পরম্পরার সম্পর্ক নড়বড়ে হয়,
মননের ছায়াপথে ওড়ে পূর্বসুরীদের
ঋণের রূমাল।