মুহূর্তকে মুঠোয় ধরে দিকবিদিকে ঘুরছি রোজ
লিখন লিখি শব্দ সাজাই মন মা্নুষের পাইনে খোঁজ
উড়াল পাখি উড়েই তো যায় কেউ ভাঙেনা ডানার ভাঁজ
কনকলতায় শরীর বেঁধেও হয়না মনের নিবিড় সাজ
মিথস্ক্রিয়ায় বিষাদ জমে কল্পনা যায় দূরের দেশ
অরক্ষিত ইচ্ছে নিয়ে পাইনা তো হায় সুখের রেশ
পাঁচমিশালি ভাবনা বলয় ভাঙার সুযোগ যতই থাক
কৌতূহলেই কাছে টানে শক্ত কঠিন দ্বিধার বাঁক
আঙুর জীবন টইটম্বুর হাজার রকম ট্রাডিশন
কখনো বা মন ছুঁয়ে দেয় রূপ বিলাসি মায়ার ক্ষণ
মনাকাশে ঘুড়ি ওড়ে লাটাই থাকে কোন সুদূর ?
ডিজিটালিক রোদে পুড়ে যাবেই ঘুড়ি ইচ্ছেপুর ।