ধূসর রঙের পথ চলেছে একটু এঁকেবেঁকে
বনের মাঝে কুটুম পাখি ডাকছে থেকে থেকে
রোদের আলোয় শিশিরকণা হাসছে মিটিমিটি
হলুদ গাঁদা লিখছে কাকে ..মায়ার খামে চিঠি.!
সরষেফুলে মাঠ ভরেছে হাসছে সবুজ গাঁও..
রঙিন পালে যাচ্ছে ভেসে পরান মাঝির নাও
খেজুর গাছে রসের হাঁড়ি শীত বাতাসে দোল
আলতা বধূর রাঙা পায়ে আনন্দী হিল্লোল |
বেতের ঝোপে লুকোচুরি খেলছে কিশোরবেলা
হাতছানিতে ডাক দিয়ে যায় বউচি পুতুলখেলা
ইচ্ছে করে ফিরে পেতে হারানো দিনগুলি
বেথুল খাওয়ার সেই মধুক্ষণ কেমন করে ভুলি ?
শীতের পিঠা শিকেয় রেখে মা যখনি ডাকে
স্মৃতি.কাতর হৃদয় তখন বন্দি কি হায় থাকে ?
চোখে নাচে আয়না বিকেল শেকল ছেঁড়ে মন
চঞ্চলতায় হই যে উদাস কারণ - অকারণ ..!
এমনি করেই চলছি ছুটে. চলার তো নেই শেষ
এই বাংলার সবখানে পাই মায়ের ছোঁয়ার রেশ !