স্বপ্নগুলো আগুন রোদে পুড়ে পুড়ে হয়যে তামা
ভাবান্তরের ইচ্ছে নিয়ে কেউ লেখেনা হলফনামা

তেঁতুলগাছে পায়রা নাচে হাতছানি দেয় কিশোরবেলা
মইষালে গায় বাউল সুরে বুকের ভেতর স্মৃতির খেলা

সপ্তডিঙায় অভিসারে কোকিলা যায় কোন সে দেশে!
গুণ টানেনা পবনমাঝি নদী কাঁদে কাঙাল বেশে

জলসাঘরে সানাই বাজে নর্তকী গায় বিষাদগীতি
আর কতকাল কাটবে সময় নিয়ে এমন বৈরি নীতি?

মেঘবালিকা কতোই কাঁদে জমিন তবু খরায় পোড়ে
বোধবুদ্ধির রঙমহলে অন্ধ - বধির স্বপ্ন ঘোরে

ভাবুকজনে ব্যস্ত খুবই কাটায় নিয়ে দৈববাণী
মূর্খগুলো সুযোগ বুঝেই দিচ্ছে পেতে আসনখানি

বোকাবাবু রাত-বিরাতে পাল্টে স্বভাব হচ্ছে রাজা
অতি চালাক মোহের বশে ধরা পড়ে পাচ্ছে সাজা

বুদ্ধিজীবীও যাচ্ছে ভুলে মানবতার সহজ রীতি
সকলখানেই চলছে কেবল ইচ্ছেমত স্বজনপ্রীতি