কখনো আকাশ মুগ্ধতা নিয়ে দেখে আমাদের হাসি
বড় অসময় .তবু কেন বলো .ভালোবাসি ভালোবাসি ?
চলে যায় কতো নাগপঞ্চমী আকুতির জলে ভিজে
পদপঙ্কজে আলতা রাঙিয়ে বুঝিনা তো করি কি.যে
লীলা চপলার সুনীতি .প্রবাহে আসে যায় কত বেলা
ডিজিটাল মনে ময়ূরী আবহ করে লুকোচুরি খেলা
নদী পুড়ে যায় দখলের তাপে মালাবতী বাঁধে সেতু
দেবিকার সাজে চলে ফুল্লরা . ঘরে কাঁদে কালকেতু.
পরিযায়ি দিন শুচিতায় কাটে আশা নিয়ে রাশিরাশি
বৈরি বলয়ে বসে তবু তুমি কেন বলো ভালোবাসি ??
বালুকাবেলায় বারনারি ছোটে মায়াবিনী অভিসারে
বাঁশরিবালক ভাঙা বাঁশি হাতে কেঁদে ফিরে চুপিসারে
কুল-বালিকারা যায়না তো ঘাটে নূপুরের সুরে সুরে
খনার বচনে সুফলা সেদিন . চলে গেছে আহা দূরে
ঠাকুমা বলেনা রূপকথা আর . জড়োয়া জোছনা রাতে
মইষালী দিন আহত এখন ইথারীয় পদাঘাতে ..
তীর্থ করিনা তবু তীর্থের জলে ডুবি আর ভাসি
অনুভবে রাঙা পথে বসে তবু কেন বলো ভালোবাসি ?