যদি পারো জলরং বার্তা পাঠিয়ো
ইদানিং মেঘ বালিকাও ভালো নেই
সে স্বপ্নের মন্দিরে যায় . নৈবেদ্য সাজায়
পূজায় মন বসে না ..
পাখিদেরও একই অবস্থা
মহুয়া মলুয়ার দেশে যায়
কত কি বলতে চায় ..বলতে পারে না |
মঙ্গার উজানি ঢলে ভিজে একাকার
ওদের মেধার বৃন্দাবন ...!
আমিও দ্বিধার পাহাড়ে একাকি হাঁটি
সংগপ্রিয় মানুষদের সান্নিধ্য ছেড়েছি
নান্দনিক ভাবনার দেউলে বসে
সময়ে অসময়ে নিভৃতে আরতি করি
কখনো নির্জন অধিবেশনে বসে
যান্ত্রিক জীবনের নোটিফিকেশন পড়ি .
লাইক দিই . কমেন্ট করি .উত্তর আসেনা !
যখন .ইথারীয় আবেশ ঘণীভূত হয়
তোমায় ভেবেই জমা হয় কতোনা অভিমান..
ভালোবাসার সুতন্বী ফন্টে সেসব কম্পোজ করে
হৃদয়ের মেমোরিতে সযত্নে সেভ করে রাখি...
আমি এখন রকমারি কাজে নিয়োজিত দিনরাত
নিত্যকার মন কথাগুলি
তোমার দেয়ালে ট্যাগ করারও সময় পাই না
পারলে তুমিই বার্তা দিয়ো ....
কেননা ...ভালোবাসার অফারটা
তুমিই আমাকে প্রথম দিয়েছিলে ..!!!