ইচ্ছের অজান্তেই
কী আছে আর কী যেন নাই , বলছে কে যে হায় !
নাই কুশিলব , নাই বিনোদন , স্বপ্ন মরে যায়
হচ্ছে নিলাম আঙুর বেদন , লজ্জারাঙা টিপ
নাবিক বিহীন যাচ্ছে জাহাজ নিঝুম কোন দ্বীপ
মনের মাঝেই স্বর্গ নরক সাধক পাপীর বাস
লাভ লোকসান হিসেব তারাই করছে বারোমাস
সুখমহলের মালিক বোঝে সুখের কতো দাম
তার সঙ্গেই সখ্য পেতে বাড়াই নিজের নাম
আমি অবোধ -তুইও কী তাই ! আয় বেঁধে নিই জোট
শুদ্ধ হতে আয় পরে নিই , শুদ্ধি মোহর কোট ।
মন অভিধান না যদি হয় সঠিক সমন্বয়
দেহঘড়ি ঘটায় তবে বৈরি বিপর্যয় ।
প্রাণ ভোমরা খেলছে পাশা চক্ষু ভরা জল
অন্তরেতে বিষাদ নদী বইছে ছলাৎছল
যেতে হবে একদিন ঠিক , সত্যটা তো এই
দিন ফুরোলেই হারিয়ে যাব ইচ্ছের অজান্তেই !!