হয়তো এভাবেই কেউ একদিন
মুঠোবন্দী করে রাখবে
প্যাকেজীয় ভালবাসার অফারগুলো।
সভ্যতার মালিকানা চেয়ে অপেক্ষায় থাকা সূর্যটাও
জেনে যাবে ঢেউ ঢেউ হৃদয়ের গতিবিধি
অথচ তুমি জানবে না কিছু---
বুঝবে না সুন্দরের সংজ্ঞা ,
সেইসব দিনগুলি যদি ময়ূরকন্ঠী রং হতো
ইচ্ছের তুলিতে আঁকতাম সোনামাখা জলছবি
নৈঋত বাতাস গেরস্থালির খবর দিলেই
পরম্পরার সাথে হতো সুখ বিনিময়
কিছুটা মতানৈক্য কিংবা সমঝোতা নিয়ে
একই সূত্রে গাঁথা হতো বনেদী রীতি।
আবেগের বাসাবাড়িতে ইদানিং
জমা পড়ে কতো নৈতিকতার সিন্ডিকেট
বোঝা না বোঝার টানাপোড়ন নিয়েই
দুর্বোধ্য হয়ে যায় সব
টকশো'য়ের গতানুগতিক দৃশ্যগুলো
যখনি পট পরিবর্তন করে,
মনন-মুঠোফোনও দ্রুত পাল্টে দেয় হৃদয়ের সূচকধ্বনি
বাঁশরি মন-পাঠে--বড্ড বেশি দূরত্ব বেড়ে যায়
হীনমন্যতার বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়ে
চা কফির আসরে কিংবা সৌহার্দের সামাজিক মাধ্যমে
ব্যহত হয় সুর ও বাণীর নান্দনীক অনুভূতি
অসম প্রতিযোগিতা
নৈতিক পদস্খলন
ইদানিং সহচর আমাদের
তবু নাগালের বাইরে চলে যাওয়া ভালবাসা নিয়েই
নতুনকে আলিঙ্গন করি
অবক্ষয়ের মাদল বাজিয়েই হাঁটি দীর্ঘ পথ!